নূর আলীর আজ মৃত্যুবার্ষিকী

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান বিএনপি নেতা নূর আলীর আজ মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের আজকের দিনে সন্ধ্যার পর তার ডিঙ্গেদহস্থ বাসভবন সংলগ্ন কার্যালয়ে ব্রাশফায়ারে খুন করা হন তিনি।

শঙ্করচন্দ্রের নূর আলী ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের পর পর কয়েকবার বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। এলাকায় গণমানুষের নেতা হিসেবে মেলে ধরেন তিনি। একদল অস্ত্রধারী মোটরসাইকেলযোগে হামলা চালিয়ে ব্রাশফায়ারে ঝাঝরা করে দেয় বুক। তার পাশে থাকা একই ইউনিয়নের জালশুকার জিল্লুর রহমানও গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি ছিলেন নূর আলীর হাতে গড়া বিদ্যালয়ের শিক্ষক।

নূর আলীর মৃত্যুবার্ষিকীতে পারিবারিক উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শঙ্করচন্দ্র ও ডিঙ্গেদহের সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামানায় দৈনিক মাথাভাঙ্গা পরিবারও সকলের নিকট দোয়া চেয়েছে। তিনি মাথাভাঙ্গার অগ্রযাত্রায় একজন অকৃত্তিম বন্ধু হিসেবে পাশে ছিলেন।