মেহেরপুর অফিস: কেক কাটা ও আলোচনাসভার মধ্যদিয়ে মেহেরপুরে পালিত হয়েছে দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একাত্তর টিভির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল শনিবার সকাল ১০টার দিকে শহরের শহীদ সামসুজ্জোহা পার্কের মুক্তমঞ্চে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার এস.এম রাহাত হাসনাত। প্রধান অতিথি কেক কেটে একাত্তর টিভি মেহেরপুর জেলা প্রতিনিধি আসিফ ইকবালের মুখে তুলে দেন। এরপর উপস্থিত সবার মুখে তুলে দেয়া হয় জন্মদিনের কেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিভি প্রতিনিধি রফিকুল আলম, যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযম, সময় টিভি প্রতিনিধি মীর সউদ আলী চন্দন, দেশতথ্য’র স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, মাথাভাঙ্গা প্রতিনিধি মহসিন আলী, জনতা প্রতিনিধি কামারুজ্জামান খান, আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক, চ্যানেল ২৪ প্রতিনিধি রাশেদুজ্জামান, মোহনা টিভি প্রতিনিধি আবু আক্তার, বিজয় টিভি প্রতিনিধি তৌহিদ-উদ দৌল্লা রেজা, চ্যানেল ফাইভ প্রতিনিধি মোমিনুল ইসলাম, এনটিভি প্রতিনিধি রেজ-আন উল বাসার তাপস, আকাশ খবর প্রতিনিধি আতাউস রহমান, সংগ্রাম প্রতিনিধি আক্তারুজ্জামান ও মেহেরপুর নিউজ ২৪ ডটকম চিফ রিপোর্টার হামিদুর রহমান কাজলসহ সাংবাদিকবৃন্দ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠানের বক্তারা ৭১ টিভির সাফল্য কামনা করেন এবং আগামীতে আরো বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করবে এমন প্রত্যাশা ব্যাক্ত করেন।