আলমডাঙ্গায় স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখা উদ্বোধন উপলক্ষে মতবিনিময়

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় স্ট্যান্ডার্ড ব্যাংকের ৮৮তম শাখা উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে স্ট্যান্ডার্ড ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের ওই মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ রফিকুল ইসলাম মিয়া। প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নাজমুস সালেহীন।বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মুসা,স্ট্যান্ডার্ড ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবার রহমান। আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দামুড়হুদা সোলানী ব্যাংক শাখা ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা সাবেক বণিক সমিতির সভাপতি হাজি শমসের মল্লিক, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পকু, অ্যাড. রবকুল হোসেন, দৈনিক আমাদের সংবাদের মফস্বল বার্তা সম্পাদক আলম মন্টু,বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি লন্ডন টাউয়ারের মালিক আলহাজ গোলাম রহমান সিঞ্জুল, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামন মনি,বিশিষ্ঠ ব্যবসায়ী মীর ইসমাইল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান, ব্যবসায়ী আবুল কালাম আজাদ বেল্টু, ব্যবসায়ী ইন্দ্রজিৎ দেব শর্মা প্রমুখ।