দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই হাদিউজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা-জীবননগর মহাসড়কের রশিক শাহর মাজার নামকস্থানে।
পুলিশ বলেছে, ওই স্থান থেকে গ্রেফতার করা হয় দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ার শামসুদ্দিনের ছেলে আহসান (৪৭) এবং আহসানের স্ত্রী নাজমাকে (৩৮)। গ্রেফতারকৃতদের কাছে থাকা থলে থেকে পুলিশ উদ্ধার করেছে ২৩ বোতল ফেনসিডিল। গ্রেফতারকৃতরা বলেছে, এ ফেনসিডিল একই মহল্লার শৈলমারীপাড়ার জনৈক মাদককারবারী বিশারতের। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদি হয়ে গতকালই দামুড়হুদা থানায় আহসান ও নাজমার বিরুদ্ধে মামলা দায়ের করলেও বিশারত থাকলো ধরাছোয়ার বাইরে।