জীবননগর ব্যুরো: নারী ও শিশু নারীপাচার, মাদকপাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদানে নেমেছে চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি সদস্যরা গত শুক্রবার থেকে সীমান্তবর্তী গ্রামগুলোতে এ প্রচারণা শুরু করেছে বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানিয়েছেন।
জীবননগর উপজেলা সীমান্তে অবস্থিত বেনীপুর, মেদিনীপুর, নতুনপাড়া, গয়েশপুর, ধোপাখালী ও রাজাপুর বিওপি কমান্ডারগণ বিজিবি সদস্যদের নিয়ে এ প্রচারণা শুরু করেন। প্রচারণাকালে সীমান্ত গ্রামের সকল বয়সী মানুষদেরকে একত্রিত করে নারী ও শিশু পাচারের পাচারকারীদের বিভিন্ন কলা কৌশলসহ নারী ও শিশু পাচারের কুফল বর্ণনা করা হচ্ছে। এ ধরনের কোনো তথ্য পাওয়া গেলে তা সাথে সাথে বিজিবিকে জানানোর জন্য বলা হচ্ছে বলে সূত্রে জানা গেছে।