স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়া থেকে রনি মিয়া (৩২) নামের আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশের সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার রাতে জেলা পুলিশ সুপার তাদের শাস্তিমূলক ব্যবস্থা নেন। তারা হলেন- টিএসআই (হাবিলদার) মোজাম্মেল এবং দুইজন কনস্টেবল বাশার ও মোহাম্মদ আলী। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, আসামি পলায়নের ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে আসামিকে গ্রেফতার অভিযান চলছে। নাম রনি মিয়া সোনারগাঁয়ের জহিরুল ইসলামের ছেলে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের এসআই আশরাফুজ্জামান জানান, রনির বিরুদ্ধে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সম্প্রতি সিদ্ধিরগঞ্জ থানায় একটি মোটরসাইকেল চুরির মামলায় রনিকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ কারাগার থেকে আরো ১৫ জন আসামির সাথে রনিকে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় হাবিলদার মোজাম্মেল, কনস্টেবল মোহাম্মদ আলী ও বাশারসহ আরো কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। রনিসহ অন্য আসামিদের আদালতের কাঠগড়ায় উঠানো হয়। শুনানির আগে এক পর্যায়ে রনি হাতকড়া কৌশলে খুলে পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।