চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবলে হাজরাহাটি অঙ্গীকার ও রেলবাজার প্রাথমিক চ্যাম্পিয়ন

 

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণী গত শুক্রবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। পৌরসভা পর্যায়ে চুয়াডাঙ্গা পৌরসভা আয়োজিত এ খেলায় হাজরাহাটি অঙ্গিকার সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল টাইব্রেকারে ২-১ গোলে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বালকদের খেলায় রেলবাজার সরকারি প্রাধমিক বিদ্যালয় ১-০ গোলে এমএ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ইকতার আহাম্মদ, আজিজুল হক শীল, নাজমুল হক শান্তি, সয়োরার হোসেন মধু, ওবায়দুল হক, ফজলুল হক লোটন প্রমুখ। পরে খেলার আহ্বায়ক শহিদুল কদর জোয়ার্দ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাহিদ আকতার। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সদর উপজেলা চেয়ারম্যান আজিজুল হক হযরত, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, মহিলা কাউন্সিলর সুলতান আরা রতনা প্রমুখ।