স্টাফ রিপোর্টার: যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে একটি বাস থেকে প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করেছেন। গতকাল সোমবার বিকেলে শহরের খয়েরতলা এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে এ হেরোইন উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। যশোর ২৬ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল মতিউর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একটি প্যাকেটে থাকা ৯৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।