স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা নিয়ে নতুন করে পরিকল্পনা করছে ফিফা। ব্রাজিলেরসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোও উদ্বিগ্ন হয়ে পড়েছে। ব্রাজিল সরকার দেশেরনিরাপত্তা নিশ্চিত রাখতে আকাশ ও স্থলপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণকরেছে। যে কেউ ঢুকতে চাইলেই ব্রাজিলে ঢুকতে পারছে না। এ পর্যন্ত সরকারিহিসেব অনুযায়ী ৭২ জন নাগরিককে ব্রাজিলের ফেডারেশন পুলিশ বিমানবন্দর থেকেইদেশে ফেরত পাঠিয়েছে। ১৯টির দেশের নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বলে জানাগেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি আমেরিকান ২৩ জন আর নাইজেরিয়ান ১৬ জন নাগরিকফেরত গেছেন। আমেরিকান নাগরিকদের ফেরত দেয়া হলেও আমেরিকান অ্যাম্বেসি কোনোআপত্তি জানায়নি। সন্দেহের তালিকায় থাকার কারণে ব্রাজিলের বিমানবন্দরে আসানাগরিকরা ঢোকার অনুমতি পাননি। ফেডারেল পুলিশ জানিয়েছে, যারা ফেরত গেছেনতাদের ভিসা নেই পাসপোর্টের মেয়াদ ছিলো না। অন্য একটি সূত্র জানায়, সন্দেহথাকায় ঢুকতে দেয়া হয়নি। এদের মধ্যে রয়েছেন আমেরিকান নাগরিক যাদের বিরুদ্ধেঅভিযোগ রয়েছে। আর্জেন্টিনার সমর্থকদেরও ফেরত পাঠানো হয়েছে। সে কথা আগেওজানানো হয়েছে। ব্রাসিলিয়ায় আমেরিকান অ্যাম্বেসি তার নাগরিকদের ভিসা নিয়েব্রাজিলে ঢুকতে বলেছে।অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাবিশ্বকাপ ফুটবলের সময় ব্রাজিলে ঢুকতে চাইছে বলে উদ্বগ্নি হয়ে পড়েছেন ফিফারকর্মকর্তারা। তারা গতকাল জরুরি সভায় বসেন। যেখানে বিচার মন্ত্রণালয় থেকেশুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্তনেয়া হয়েছে ১২টি স্টেডিয়ামে আরো নিরাপত্তা চৌকি বসানো হবে। লোকবলবাড়ানো হবে। সাদা পোশাকে পুলিশ পাহারা থাকবে।