খবর:(আলমডাঙ্গার শ্রীনগরে বিচার চেয়ে ধর্ষিতা সপরিবারে গ্রামছাড়া)
সত্যি কথা বললে ওদের
ঘা লেগে যায় আঁতে,
তালে তালে ঠিক রয়েছে
মাতাল কেবল জাতে।
স্বার্থ ছাড়া অন্ধ ওরা
নামেই কেবল নামী,
ভালো কথাও হয় আমাদের
খাপছাড়া পাগলামি।
ক্ষমতাবান প্রভাবশালী
গরিব লোকের যম,
বললে এসব খবর আছে
কও কথা কম কম।
-আহাদ আলী মোল্লা