ছাত্রলীগ সভাপতির গাড়ি আটকানোয় পুলিশকে মারধর

 

স্টাফ রিপোর্টার:সিগন্যাল অমান্য করে যেতে থাকা ছাত্রলীগ সভাপতিএইচএম বদিউজ্জামান সোহাগকে বহনকারী গাড়ি আটকানোয় ট্রাফিক পুলিশের এককনস্টেবলকে পিটিয়েছে সংগঠনের নেতাকর্মীরা।শুক্রবার বিকালে রাজধানীর গুলিস্তানজিরো পয়েন্ট মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।আহত পুলিশ সদস্য মো. মামুনকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পল্টন থানার ওসি গোলাম মোরশেদ জানান।ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের (দক্ষিণ) উপকমিশনার খান মোহাম্মদরেজওয়ান বলেন, “কে ছাত্রলীগের সভাপতি বা কেসাধারণ সম্পাদক তাদের তো একজন ট্রাফিক কনস্টেবল চেনে না। তার (ট্রাফিকপুলিশ) কাজ সিগন্যাল অমান্যকারী গাড়ি আটকানো। সেই কাজটিই করেছেন মামুন।”পুলিশ কর্মকর্তারা জানান, গতকালশুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগেরসভাপতি সোহাগকে বহনকারী একটি মাইক্রোবাস গুলিস্তান জিরো পয়েন্ট মোড়েসিগন্যাল অমান্য করে যাওয়ার সময় ট্রাফিক কনস্টেবল মামুন গাড়িটি আটকান।এসময় ওই মাইক্রোবাসের পেছনে মোটরসাইকেলে থাকা ছাত্রলীগের কর্মীরা মামুনকে মারধর করেন।রাত ১১টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে উপকমিশনার রেজওয়ান বলেন, এ ঘটনায় পল্টন থানায় মামলার প্রস্তুতি চলছে।এ বিষয়ে বক্তব্যের জন্য ছাত্রলীগ সভাপতির মোবাইলে যোগযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।