মাথাভাঙ্গা মনিটর: ‘সি’ গ্রুপে জাপান ও গ্রিসের মধ্যকার ম্যাচ গোলশূন্যড্র হয়েছে। এতে দু দলেরই দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন এখনও বেঁচে আছে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জাপান ২-১ গোলে হেরেছিলো আইভরি কোস্টের কাছে। আরগ্রিস ৩-০ গোলে হারে কলম্বিয়ার কাছে। আর এবার দল দুটি ড্র করায় তারা দুম্যাচ শেষে এক পয়েন্ট করে অর্জন করেছে। এই গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে পরেররাউন্ড নিশ্চিত করেছে কলম্বিয়া। আর আইভরি কোস্টের পয়েন্ট ৩। এখনও তাদেরদ্বিতীয় পর্ব নিশ্চিত নয়। পরের তিন দলের যে কাও কলম্বিয়ার সঙ্গী হওয়ারসুযোগ রয়েছে। সামনের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে জাপান। আর গ্রিস লড়বেআইভরি কোস্টের বিপক্ষে। জাপান জিতলে গ্রিসের কাছে আইভরি কোস্ট হারলেকলম্বিয়ার সঙ্গী হবে জাপান। আর জাপান হারলে এবং গ্রিস জিতলে দ্বিতীয়রাউন্ডে উঠে যাবে গ্রিস।এদিনের ম্যাচটি ছিলো জাপান একপেশে করে ফেলেছিলো।গোলের সুযোগ ও বল দখলের লড়াইয়েও অনেক এগিয়ে ছিলো এমিয়ার দেশটি। কিন্তু শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। জাপান ৭৪ শতাংশ বল দলের বিপরীতেগ্রিস বল দখল করেছিলো মাত্র ২৬ শতাংশ বল। গোলেও জাপান শট নিয়েছে বেশি। তাদের১৮ শটের বিপরীতে গ্রিস নিয়েছে মাত্র ৯ শট। কিন্তু কারও প্রচেষ্টায়ই শেষপর্যন্ত কাজে আসেনি।