ইংল্যান্ডের রানীর চুমু চান বালোতেল্লি
মাথাভাঙ্গা মনিটর: ইংল্যান্ডের রানীর চুমু প্রত্যাশা করে আবারও খবরেরশিরোপাম হলেন ইতালির স্ট্রাইকার মারিও বালোতেল্লি। নানা রকম কাণ্ড ঘটিয়েআলোচনায় আসাটা মারিও বালোতেল্লির জন্য নতুন নয়। এবার তিনি খবর হলেন ভিন্ন এককারণে।
ইংল্যান্ডের রানীর কাছে তিনি চুমু প্রার্থনা করেছেন। ইংল্যান্ডগ্রুপ পর্বে প্রথম মাচে ইতালির কাছে হারে ২-১ গোলে। দ্বিতীয় ম্যাচে তারাএকই ব্যবধানে হেরেছে উরুগুয়েরে কাছে। এতে থ্রি লায়নদের দ্বিতীয় পর্বে ওঠারভাগ্য সুতায় ঝুলছে। দ্বিতীয় পর্বে পাড়ি দিতে ইংল্যান্ডেকে নির্ভর করতেহচ্ছে আজ্জুরিদের ওপর। পরের দু ম্যাচে বালোতেল্লির দল কোস্টারিকা ওউরুগুয়েকে বড় ব্যবধানে হারালেই কেবল থ্রি লায়নদের দ্বিতীয় রাউন্ডে আশাটাবেঁচে থাকবে।কোস্টারিকাকে বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগথাকবে ইংল্যান্ডের। অনেক কঠিন সমীকরণ। তবে এর আগে বিতর্কিক এক টুইট করেআলোচনার ঝড় তুললেন বালোতেল্লি। ইংল্যান্ডের রানী এলিজাবেথ যদি বালোতেল্লির গালেচুমু দেন তাহলে নাকি কোস্টারিকাকে বড় ব্যবধানে হারানো শক্তি পাবেবালোতেল্লি। ইংল্যান্ড উরুগুয়ের কাছে হারের পর কঠিন সমীকরণটি সামনে আসে।তারপর বালোতেল্লি টুইট করেন, আমরা কোস্টারিকাকে হারালে ইংল্যান্ডের রানীরকাছে চুমু চাই। আর সেটা অবশ্যই আমার গালে দিতে হবে।