মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ থেকে বাদ পড়ে দেশের জনগণের কাছে ক্ষমাচেয়ে সব দায় নিজেদের কাঁধে নিলেন স্পেনের অধিনায়ক ইকার ক্যাসিয়াস। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ গোলে হারের পর চিলিরকাছে তারা হেরেছে ২-০ গোলে। এতে বর্তমান চ্যাম্পিয়নরা প্রথম রাউন্ড থেকেইবাদ পড়ে গেছে। আর এ জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন স্পেনের গোলরক্ষকইকার ক্যাসিয়াস। বলেন, সমর্থকদের প্রত্যাশা পূরণের জন্য আমরা যথাসম্ভবচেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারিনি। এ জন্যসমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আর এ ব্যর্থতার জন্য সব দায় আমাদের। আমরা এহারে খুবই মর্মাহত ও দুঃখিত।