মাথাভাঙ্গা মনিটর: ক্যামেরুনেরবিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে ক্রোয়েশিয়া। এ ম্যাচ জয়ে বিশ্বকাপেটিকে রইলো ক্রোয়েশিয়া। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টায় মানাউস স্টেডিয়ামে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামে ক্রোয়েশিয়া। খেলার শুরু থেকেই ক্যামেরুনকে চেপেধরে তারা। ফলে নিজেদের জাল পরিষ্কার রেখে ক্যামেরুনের জালে বল জরান চারচারটি।প্রথমার্ধের শেষ সময়ে আবুবকারার শট লক্ষ্যভ্রষ্ট না হলে সমতায়ফিরতে পারতো ক্যামেরুন। খেলার ৪০ মিনিটের মাথায় মানজুকিচকে ফেলে দিয়েসরাসরি লালকার্ড হজম করে মাঠ ছাড়েন অ্যালেক্স সং। এতে ১০ জনের দলে পরিণতহওয়া ক্যামেরুনকে নিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই অনেকটা ছেলেখেলা শুরু করেক্রোয়েশিয়া। ম্যাচে ফেরা দূরের বিষয় ক্রোয়েশিয়ার আক্রমণ ফেরাতে ক্লান্ত হয়েযায় ক্যামেরুন।দ্বিতীয়ার্ধের শুরুতেই একে একে আক্রমণে ক্যামেরুনকেচেপে ধরে ক্রোয়েশিয়া। ৪৮ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার পক্ষে দ্বিতীয় গোলটিকরেন ইভান প্যারিসিক। ৫০ মিনিটে ব্যর্থ হলেও ৬১ ও ৭৩ মিনিটের মাথায়ক্যামেরুনের জালে দু বার এবং দলের পক্ষে ক্যামেরুনের জালে চর্তুথ বার বলজড়ান মানজুকিচ।