দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

 

নতিপোতা প্রতিনিধি:দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ নতিপোতা ইউনিয়ন আয়োজিত নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃস্পতিবার বিকেলে কালিয়াবকরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ছাইতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপর খেলায় বঙ্গমাতা ফুটবলে চারুলিয়া শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে নতিপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিক করে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আসাবুদ্দৌলা, নতিপোতা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক শাহাবুদ্দিন, সহকারী শিক্ষক আহসান হাবিব,ভগিরথপুর পুলিশ ফাঁড়ির এএসআই আক্কাচ আলী, ইউপি সদস্য মো.আবু তালেব প্রমুখ। এ খেলায় রেফারি দায়িত্বে ছিলেন শিক্ষক হাফিজুর রহমান, প্রধান শিক্ষক তানজুল ইসলাম ও গোলাম হোসেন।

এদিকে, দামুড়হুদার দলিয়ারপুর স্কুলমাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃস্পতিবারবিকেলসাড়ে ৫টায় ভগিরথপুর ও দলিয়ারপুর গ্রামের মধ্যে প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলা গোলশূন্য ড্র হয়। রেফারি দায়িত্বে ছিলেন মো. জাহিদ পারভেজ, ইকবল আলী ও রহমান।