বৃষ্টিরকারণে ম্যাচ পরিত্যক্ত : ২-০ তে সিরিজ জিতলো ভারত

 

 

স্টাফ রিপোর্টার: শেষম্যাচে ভারতকে চাপে রেখেও সুবিধা করতে পারলো না বাংলাদেশ। বৃষ্টির কারণেমিরপুরে তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরফলে ২-০তে সিরিজ জিতলোভারত। বলা যায় টাইগারদের শূন্য হাতেই বসে থাকতে হলো ওয়ানডে সিরিজে।দুপুর১টায় খেলা শুরু হলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। দুবার বৃষ্টিরকারণে খেলা বন্ধ হয়। সর্বশেষ  ৩৪.২ ওভার খেলা শেষে সফরকারীদের সংগ্রহ দাড়ায়৯ উইকেটে ১১৯। সন্ধ্যার আগে বৃষ্টি নামলে খেলা বন্ধ রাখা হয়। এরপর রাত৮টায় সিদ্ধান্ত হয় বৃষ্টি আইনে ২০ ওভারে বাংলাদেশকে ৮০ রান করতে হবে।কিন্তু বৃষ্টি আর থামেনি। যে কারণে শেষ ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলেসিরিজে কোনো ম্যাচ না জিতেই টাইগারদের বসে থাকতে হয়েছে।

গতকাল বৃস্পতিবারমিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ভারত।এপর্যন্ত তিন দফা বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়। বেলা ১টায় খেলা শুরুর পর ৯ওভারে ভারতের ৪ উইকেটে রান যখন ১৬ এরপরই নামে বৃষ্টি। বৃষ্টি থামার পরমাত্র ৪ ওভার খেলার পর ফের নামে বৃষ্টি। আবারও বন্ধ হয়ে যায় খেলা। এরপর ১০ওভার কমিয়ে বিকেল ৫টায় ফের খেলা শুরু হয়। তবে বৃষ্টি ও খেলার এ দ্বেরথেভারত কিছুটা নিজেদের সামলে নেয়। সুরেশ রায়না ও চেতেশ্বর পুজারার সাবধানীজুটিতে আসে ৪১ রান। এরপরই সাকিবের পরপর আঘাতে আরো তিন উইকেট হারায় ভারত।অভিষেকেই৫ উইকেট পাওয়া পেসার তাসকিন দ্বিতীয় ম্যাচে নেন ২ উইকেট। ভারতের ইনফরমব্যাটসম্যান রবিন উত্থাপ্পাকে সাজঘরে ফেরান মাশরাফি। বোলিঙে এসে রাহানেএবং তিওয়ারিকে ফেরান আল-আমিন। আর এক উইকেট নেন সোহাগ গাজি।