আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার পৌর ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে মামলার বিবাদীকে কোনো নোটিশ জারি না করে বাদীর পক্ষে মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগে জানা যায়,আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের হাড়গাড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য মহাবুবুর রহমান পৌর এলাকার মাদরাসাপাড়ায় দীর্ঘদিন বসবাস করছেন। তিনি ওই এলাকায় ৭২নং গোবিন্দপুর মৌজায় ৮৮১৮ দাগে .৩৭৪ একর জমি রেকর্ড মূলে ক্রয় করেন। তিনি ওই জমি খারিজ ও খাজনা পরিশোধ করে গত কিছুদিন যাবত দু রুম বিশিষ্ট পাকা ঘর নির্মাণ কাজ শুরু করেন। এ অবস্থায় একই মৌজার ৮৮১৯ দাগের জমির মালিক কায়েম আলী তার নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করেন বলে দাবি করে জানান,ওই মামলার তদন্ত ভার আসে আলমডাঙ্গা পৌর ভূমি সহকারী কর্মকর্তা রফিক উদ্দিন আহম্মেদের ওপর। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, ভূমি সহকারী কর্মকর্তা তদন্তকালে তাকে কোনো নোটিশ জারি না করে বাদীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তার পক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। যা সম্পূর্ণ অন্যায়। তিনি দাখিলকৃত প্রতিবেদন বাতিল করে পুনঃতদন্তের দাবি জানিয়ে মিথ্যা প্রতিবেদন দেবার জন্য ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।