মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানে মার্কিন বাহিনীর রসদের ঘাঁটিতেসশস্ত্র তালেবান জঙ্গিরা হামলা চালায়। হামলা মোকাবিলায় পাল্টা হামলা চালানোহলে ৩ তালেবান জঙ্গি নিহত ও একজন আহত হয়েছেন।সিনহুয়া সংবাদ সংস্থাকে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেছেন, আত্মঘাতীজ্যাকেট পরিহিত তিনজন সশস্ত্র তালেবান পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশের (পাকিস্তান) সীমান্তবর্তী তোর্কহাম শহরের ঘাঁটিতে হামলা চালায়।নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই তিন জঙ্গিকে হত্যা করেছে।একজন তালেবান মুখপাত্র এ হামলার দায়িত্ব স্বীকার করেছেন।এ হামলার পর বিদেশি বাহিনীর জন্য রসদ সরবরাহের জালালাবাদ-তোর্কহাম মহাসড়ক বন্ধ করে দেয়া হয়।২০১৩সালের সেপ্টেম্বর ও নভেম্বরে তালেবান জঙ্গিরা এ একই ঘাঁটিতে হামলা চালিয়েনিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে হত্যা করে এবং ৮০টিরও বেশি ট্রাকধ্বংস করে।