মাথাভাঙ্গা মনিটর: ডেনমার্কেনির্মিত হয়েছে মুসলমানদের নামাজ আদায়ের জন্য প্রথম মসজিদ। দেশটিতেবসবাসকারী মুসলমান নাগরিকদের জন্য এ মসজিদটি গতকাল বৃহস্পতিবার উন্মুক্ত করে দেয়াহয়।কাতারের অনুদানে কোপেনহেগেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরগ্রিটিতে মিনারসহ নির্মিত হয়েছে মসজিদটি। অনুদানের পরিমাণ ছিলো ২১০ কোটি ৮২লাখ ৭২ হাজার টাকা (দুই কোটি ৭২ লাখ ডলার)। মসজিদটি ৭২ হাজার ১১৮বর্গফুটের। মুসলিম নাগরিকরা কাতার সরকারকে এজন্য ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াডেনমার্ক সরকার এতে সহযোগিতা করায় তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেনমুসলিমরা।প্রসঙ্গত, ডেনমার্কে সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়মুসলমানরা। প্রায় দু লাখ মুসলিম নাগরিক বাস করেন এখানে। কোপেনহেগেনেরমুসলিম কমিউনিটিতে রয়েছে একটি সাংস্কৃতিক কেন্দ্র, একটি টেলিভিশন স্টুডিও ওএকটি ব্যায়ামাগার। এবার নির্মিত হলো মসজিদ কমপ্লেক্স। স্থানীয় মুসলিমরাতাই বেশ আনন্দিত।