স্টাফ রিপোর্টার: ছাত্রলীগেরসাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমদুর্বত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে বাংলাদেশ মেডিকেল কলেজহাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকালবৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ধানমন্ডির৯/এ সড়কের নিজ বাসার সামনে তিনি গুলিবিদ্ধ হন। এদিকে শামীমের ওপরগুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনারবেনজীর আহমেদ।
জানা গেছে, তিনি বাসা থেকে বের হওয়ার সময় দুজন দুর্বৃত্তমোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে তার হাতে গুলিলাগে। গুরুতর আহত অবস্থায় এনামুলকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালেভর্তি করা হয়েছে। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। এব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।ধানমন্ডি থানার ওসি আবু বক্কর সিদ্দিকজানান, গুনিবিদ্ধ এনামুল ধানমন্ডির ১০/এ এর ৪৬নং বাড়িতে বসবাস করতেন। সকালেতিনি বাসা থেকে বেরিয়ে ৯/এ পৌঁছুলে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়।