খবর: (রোজার মাসে দ্রব্যমূল স্থিতিশীল রাখার আহ্বান)
আসছে রোজা বাড়ছে এখন
সব বাজারের তেজ,
ব্যবসায়ীরা আগেভাগেই
নড়াচ্ছে খুব লেজ।
লেচের বহর বারো হাত
ভোক্তারা সব কুপোকাত
কেনাকাটা যায় না কিছু
তপ্ত আগুন হিট,
পকেট সাবাড় করে ক্রেতা
হাট বাজরেই ফিট।
জাত গেলোরে গেলো জাত
ব্যবসায়ীদের বাজিমাত।
আহাদ আলী মোল্লা