আলমডাঙ্গা ওসমানপুরে কষ্টিপাথর সাদৃশ্য বস্তু উদ্ধার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ওসমানপুর গ্রাম থেকে গতকাল বুধবার কষ্টিপাথর সাদৃশ্য ১২ ইঞ্চি লম্বা ৩ কেজি ওজনের কালো রঙের একটি “দেবী মূর্তি” উদ্ধার করেছে পুলিশ।ইটভাটা শ্রমিকেরা কুমার নদে মাটি কাটতে গিয়ে মূর্তিটি পেয়ে গোপনে বিক্রি করার চিন্তা করলেও তা ভেস্তে দিয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ।

জানা গেছে, ওসমানপুর গ্রামের জাকারিয়ার ছেলে স্বপন (২০), একই গ্রামের দাদজেলের ছেলে বখতিয়ার(২৫), রবজেলের ছেলে আজিজুল হক(৪০) ও আলতাফের ছেলে সবুজ (২৫) ভাটা শ্রমিকের কাজ করে। গত ১৩ জুন হারদী-ওসমানপুর সড়কের নাসিম মিয়ার স্টোন ব্রিকস নামক ইটভাটায় ইট তৈরি কাজে ব্যবহৃত মাটি কাটতে যায় ওসমানপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদে। মাটি কাটতে কাটতে বখতিয়ারের কোদালে হঠাত করে মূর্তিটি উঠে আসে। বখতিয়ার মূর্তিটি মাটি থেকে উঠিয়ে হাতে নিয়ে দেখতে থাকে। এসময় অতিচালাক স্বপন মূর্তিটি নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে য়ায়। পরে তারা মূর্তির একটি আঙুল ভেঙেসোনা কি তা পরীক্ষা করার জন্য নিয়ে যায়। এ খবর আস্তে আস্তে গ্রামে প্রচার হতে থাকে। গতকাল বুধবার সকালে ডিএসবি সিদ্দিকের কাছে একজন গোপনে সংবাদ দেয়। থানার এসআই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স ও ডিএসবি সিদ্দিককে সাথে নিয়ে স্বপনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করেন। মূর্তিটি আসলেই কষ্টি পাথর কি-না তা সঠিকভাবে জানা যায়নি। তবে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ধারণা মূর্তিটি পিতল অথবা ব্রোঞ্জ মিশ্রিত হতে পারে।