দর্শনা অফিস:কেরুজ চিনিকলের কারখানা শ্রমিক-কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনদিনব্যাপি প্রশিক্ষণ কোর্সে সনদপত্র বিতরণ করেছে মিল কর্তৃপক্ষ। গত সোমবার সকাল ১০টার দিকে কেরুজ চিনিকল কর্তৃপক্ষের আয়োজনে মিলের কারখানা শ্রমিক-কর্মচারীদের তিন দিনব্যাপি প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমান। কেরুজ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপনী দিন ছিলো গতকাল বুধবার। সমাপনী দিনে আলোচনাকালে শ্রমিক-কর্মচারীদের উদ্দেশে আজিজুর রহমান বলেন, শ্রমিকরাই মিলের প্রাণ। শ্রমিক-কর্মচারীদের কর্মদক্ষতা, শ্রম, সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠা একটি প্রতিষ্ঠানের উন্নয়নের মূল চাবিকাঠি। সেইসাথে শিল্প সমৃদ্ধশীল দেশ গঠনে শ্রমিক-কর্মচারীদের ভূমিকা অপরিসীম। তাই কেরুজ চিনিকলের উন্নয়নে যে যার অবস্থান থেকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তবেই মিলটি তার লক্ষ্যে পৌঁছুতে পারবে। অনুষ্ঠানে বক্তব্য দেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) ইউসুফ আলী শিকদার, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) আব্দুল কুদ্দুস, ডিজিএম উৎপাদন রাজেন্দ্র কুমার দেবনাথ, ডিজিএম যন্ত্র ও প্রকৌশলী আনোয়ার কবির, ডিজিএম (ল্যাবটারি) সাখাওয়াত হোসেন প্রমুখ।