আলমডাঙ্গার বেলগাছিতে ডাকাতির চেষ্টা ব্যর্থ :তিনটি বোমা বিস্ফোরণ

 

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা বেলগাছি গ্রামে সঙ্ঘবদ্ধ বোমাবাজ ডাকাতদল ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে বেলগাছি পলাশী ঘোষের বাড়িতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভীতি সঞ্চার করে ডাকাতির চেষ্টাকালে গ্রামবাসীর প্রতিরোধের মুখে পর পর তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সটকে পড়ে ডাকাতদল।

জানা গেছে, এক দল ডাকাতগত মঙ্গলবার গভীর রাতে বেলগাছি গ্রামে প্রবেশ করে। বেলগাছি গ্রামের মৃত পঞ্চানন ঘোষের ছেলে পলাশী ঘোষের বাড়িতে হানা দেয়। পলাশী ঘোষকে ডেকে বাড়ির গেট খুলতে বললে ভয়ে তিনি গেট খোলেননি। এসময় ডাকাতদল ক্ষিপ্ত হয়ে ঘরের জানালায় একটি বোমা ছুড়ে মারে। প্রচণ্ড শব্দে বোমাটি বিস্ফোরণ হয়ে ঘরের জানালা ভেঙেচুরে যায়। বোমার শব্দে গ্রামবাসীর হইহুল্লড় করে ছুটে এলে ডাকাত পড়ে বেকায়দায়। কোনোউপায় না পেয়ে আবারও পর পর দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।