মাথাভাঙ্গা মনিটর: আগেরতিন বিশ্বকাপে প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও এবারের বিশ্বকাপে রাশিয়ারবিপক্ষে ড্রয়ে শুরু হলো কোরিয়ার মিশন। গতকাল বুধবার ভোর ৪টায় কুইয়াবার অ্যারেনাপেন্টানালে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রতিদ্বন্দ্বিতায় সেই ধারাবাহিকতা ধরেরাখতে পারেনি এশিয়ানরা। রাশিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তেহয়েছে এশিয়ার ওয়ারিয়র্সদের।প্রথমার্ধে গোল পায়নি কোন দলই। কয়েকবারগোলের সুযোগ করেও ব্যর্থ হয়েছে কোরিয়ানরা। ৩৪ মিনিট কোরিয়ান অধিনায়কের দূরথেকে নেয়া শট পোস্টের বাইরে চলে যায়।পাঁচ মিনিটে পরই আবার সহজ সুযোগ আসেএশিয়ার দলটির। এসময় সন হুয়েং মিনের নেয়া শটও লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতি শেষেমাঠে নেমেই আক্রমণে যায় রাশিয়া। এসময় ২০ গজ দূর থেকে ভিক্টর ফাইজুলিনকার্লসের গোলের প্রচেষ্টা অল্পের জন্য সফল হয়নি। তবে ৬৭ মিনিটে কোরিয়াকেলিড এনে দেন লি কিওন হো। ২৫ গজ দূর থেকে তার নেয়া শট রাশিয়ার গোলরক্ষকেরলেগেও শেষ মুহূর্তে জালে জড়ায়। কিন্তু এশিয়ান ওয়ারিয়র্সদের উল্লাস খুব বেশিসময় স্থায়ী হয়নি।পিছিয়ে পড়ার ছয় মিনিটের মাথায় গোল করে রুশ শিবিরকেসমতায় ফেরান আলেজান্দ্রো কেরজাকভ। বদলি খেলোয়াড় হিসেবে নামা এ ফরোয়ার্ডছোট ডিবক্সের ভিতরে যখন বল পান তখন কোরিয়ার গোলরক্ষক মাটিতে পড়ে ছিলো। ফলেখুব সহজেই বল জালে জড়ান তিনি। ফলে এদিন ১-১ ব্যবধানে ব্রাজিল বিশ্বকাপেরদ্বিতীয় ড্রয়ের মঞ্চায়ন দেখল দর্শকরা।