আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ হলরুমে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আমদহ ইউপির টেংরামারী গ্রামের গ্রাম পুলিশ মো. ইউনুছ আলীর দীর্ঘ ৬০ বছরের চাকরি জীবন থেকে অবসরগ্রহণ উপলক্ষে আমদহ ইউপির আয়োজনে এক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমদহ ইউপি চেয়ারম্যান মো. আনারুল ইসলাম। বক্তব্য রাখেন ইউপি সদস্য মেহেদী হাসান,মো. দরুদ আলী ও মো. কাবুল হোসেন। বিদায় অনুষ্ঠানে ইউনুসকে ইউপি চেয়ারম্যান মো. আনারুল ইসলাম নগদ ১০ হাজার টাকা এবং সকল ইউপি সদস্যগণ ৬ হাজার টাকাসহ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেএকটি বাইসাইকেল প্রদান করা হয়।