২৮ বছর পর বিশ্বকাপে গোলের দেখা পেল আলজেরিয়া!

 

 

স্টাফ রিপোর্টার: আলজেরিয়ারবিপক্ষে ২-১ ব্যবধানে জিতল বেলজিয়াম। বেলজিয়ামের পক্ষে ফেলানী ও মারটিনপ্রত্যকে একটি করে গোল করেন। অন্যদিকেআলজেরিয়ার পক্ষে ফেঘুলি একটি গোলকরেন। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে ১-০ গোলে এগিয়ে থাকে আলজেরিয়া।সেই গোলটি করেন আলজেরিয়ার প্লেমেকার ফেঘুলি। তিনি প্রথমার্থের ২৩ মিনিটেরমাথায় পেনাল্টি থেকে বেলজিয়ামের জালে বোল ঢুকিয়ে গোল করে দলকে এগিয়ে নেন।তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরই দুর্দান্ত এক হেড থেকে দলকে সমতায়ফেরালোন বেলজিয়ামের প্লেমেকার ফেলানী। তখন ম্যাচের ফলাফল দাড়ায় ১-১। এরকিছুক্ষণ পর ৮০ মিনিটের মাথায় বেলজিয়ামের পক্ষে মারটিন একটি গোল করলেবেলজিয়াম ২-১ ব্যবধান দিয়ে ম্যাচ শেষ করে।গতকাল মঙ্গলবার রাতে বিশ্বকাপেরএইচ গ্রুপের প্রথম ম্যাচে আলজেরিয়া ও বেলজিয়ামের ম্যাচটি অনুষ্ঠিত হলো।