স্টাফ রিপোর্টার: ব্রাজিলের জয়রথদ্বিতীয় ম্যাচেই থেমে গেলো। মেক্সিকান গোলরক্ষক ওচাওয়ের কাছে আত্মসমর্পণকরলো নেইমার-অস্কাররা। মেক্সিকোর সাথে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্টথাকতে হলো স্কলারির শিষ্যদের। গতকালমঙ্গলবার মধ্যরাতে নিজেদের দ্বিতীয়ম্যাচে মেক্সিকোর সাথে ড্র করেছে ব্রাজিল। মেক্সিকোর রক্ষণভাগকে ভাঙ্গতেপারলে তাদের গোলরক্ষককে পরাজিত করতে ব্যর্থ হয় ব্রাজিলিয়ানরা।২৪মিনিটের মাথায় ব্রাজিলের গোল বার লক্ষ্য করে দারুণ এক শট নেন মেক্সিকোরমিডফিল্ডার হারেরা। গোলরক্ষক জুলিও সিজারের হাতে লেগে গোলবারের ওপর দিয়েচলে যায় বলটি। তবে সেই দফায় কর্নার পায়নি মেক্সিকো। ২৭ মিনিটেনেইমারের এক হেড অসাধারণভাবে রুখে দেন ওচাও। এরপরও প্রথমার্ধে বেশ কয়েকটিভালো আক্রমণ করে ব্রাজিল।দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠেস্বাগতিকরা। নেইমার-অস্কাররা একের পর এক আক্রমণ করে মেক্সিকোর রক্ষণভাগে।কিন্তু জালে বল জড়ানোর বীরত্ব কেউই দেখাতে পারেননি। সব আক্রমণকে নিজ বুকেজায়গা দিয়ে ব্রাজিলকে রুখে দিলেন মেক্সিকোর গোলরক্ষক ওচাও।