আমঝুপি প্রতিনিধি: বঙ্গবন্ধু-বঙ্গমাতা জেলা পর্যায়ের প্রতিযোগিতার অংশ বিশেষ ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় গতকাল আমঝুপি ইউনিয়নের চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় আমঝুপি সরকারি প্রাথমিক বালক বিদ্যালয়, আমঝুপি গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে।
অপরদিকে আশ্রয়ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় খেলায় অংশগ্রহণ না নেয়ায় খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বিজয়ী ঘোষনা করে। এলাকার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এ খেলায় অংশগ্রহণ করে।