সোনার বারসহ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

 

স্টাফ রিপোর্টার: যশোরেরবেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ড এলাকা থেকে গতকাল মঙ্গলবার দুপুরে আড়াইকেজি ওজনের ২৭টি সোনার বারসহ অপু (৩৪) নামে এক বাংলাদেশি  যুবককে আটককরেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অপু যশোরের শার্শা উপজেলাররাজনগর গ্রামের শাজাহানের পুত্র।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনেরভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, দুপুরের দিকে অপু পাসপোর্ট ছাড়াইতার দেহে ফিটিং অবস্থায় ২৭টি সোনার বার নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতেযাওয়ার সময় বিএসএফ সদস্যরা তার দেহ তল্লাশি করে আড়াই কেজি ওজনের সোনারবারসহ তাকে আটক করে।বেনাপোল চেকপোস্টের ওপারে ভারতের পেট্রাপোলবিএসএফ ক্যাম্পে বিএসএফ’র তত্ত্বাবধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরেবিএসএফ অপুকে বনগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে একটিমামলা হয়েছে বনগাঁও থানায়।