ভারতে ভাইরাস জ্বরে ১০২ শিশুর মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতেরবিহার রাজ্যের মুজফফরপুরে এনসেফালাইটিস নামক ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে১০২ শিশুর মৃত্যু হয়েছে। গত দু সপ্তার মধ্যে তারা প্রাণ হারায়।সীতামারি, পশ্চিম চম্পারন, বৈশালীর মতো পার্শ্ববর্তী জেলাগুলোতেও ছড়িয়েপড়ছে এনসেফালাইটিস। এসব এলাকায় আরো ৭৩ শিশু একই রোগে আক্রান্ত হয়েহাসপাতালে ভর্তি হয়েছে।এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীহর্ষবর্ধনের অনুরোধে মার্কিন যুক্তরাষ্ট্রের দু বিশেষজ্ঞ ডাক্তার এশিশুদের চিকিৎসার জন্য মুজফফরপুরে এসেছেন।উল্লেখ্য, প্রতিবছরগ্রীষ্মকালে উত্তর বিহারে শতাধিক শিশু এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে প্রাণহারায়। তাই এ বছরের শুরুতে এনসেফালাইটিস রোধে প্রতিষেধক টিকা দিতে শুরুকরেছে বিহার সরকার।

Leave a comment