গড়াইটুপি মেলা পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

 

 

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদরের গড়াইটুপির অম্রবতী মেলা গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সরেজমিনে পরিদর্শন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দিন। তিনি মেলায় উপস্থিত সাংবাদিক ও আয়োজকদের সামনে মেলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, গড়াইটুপি অম্রবতী মেলার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে। অপসংস্কৃতি মেলার ঐতিহ্য তথা অহঙ্কারের মুখে কালিমালেপন করে।ফলে ওসব মেনে নেয়া হবে না।পরে মেলার বিভিন্ন দোকানিদের সাথে আইনশৃঙ্খলার বিষয়ে খোঁজখবর নেন তিনি।