জীবননগরে জমির বিরোধে রক্ষা পেলোনা মানসিক প্রতিবন্ধীজীবননগরে জমির বিরোধে রক্ষা পেলোনা মানসিক প্রতিবন্ধীজীবননগরে জমির বিরোধে রক্ষা পেলোনা মানসিক প্রতিবন্ধী

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে প্রতিপক্ষ মানসিক প্রতিবন্ধীসহ তার বৃদ্ধা মা ও ভাইকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে। আহতদের জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের খয়েরহুদা গ্রামের ইয়াকুব মণ্ডলের ছেলে ছব্দুলদের সাথে প্রতিবেশী আজির বকসের ছেলে শাহাজুল ও সিরাজুলদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাজুল ও তার স্ত্রী নুরজাহান এবং সিরাজুল ক্ষিপ্ত হয়ে হাতে দা লাঠিসোঁটা ও শাবল নিয়ে ছব্দুলদের বাড়িতে প্রবেশ করে খুন জখমের হুমকি দিয়ে তাকে বেধড়ক মারপিট শুরু করে। এ সময় তার বাড়িতে থাকা ছব্দুলের মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী বোন রোক্সোনা (১৮) ও বৃদ্ধা মা মনোয়ারাকে(৬৫) মারপিট করে মারাত্মক জখম করে তারা। আহত ছব্দুল জানান,প্রতিপক্ষরা আমার প্রতিবন্ধী বোন রোক্সোনার মাথায় শাবল দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করন। ঘটনার সময় তারা আমার নিকট থাকা ৩০ হাজার ৭২০ টাকা ও একটি মোবাইলফোন কেড়ে নেয়। বর্তমানে প্রতিপক্ষরা আমাদেরকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা করা হয়েছে।