জীবননগর ব্যুরো: জীবনননগর থানা পুলিশ গতকাল সোমবার সকালে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে অভিযান চালিয়ে সাংবাদিক মুন্নাকে কুপিয়ে জখমের ঘটনার সাথে জড়িত দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।
জীবননগর উপজেলায় এক স্থানীয় পত্রিকার সাংবাদিকের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক। ডাক্তার তার ক্ষত-বিক্ষত বাম হাত কেটে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনাটি গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সেনেরহুদায় ঘটেছে। বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক রাজনৈতিক কারণে স্থানীয় প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হাই(৩৩) ও আনছার মালিতার ছেলে রুহুল আমীনকে(৩২) জীবননগর থানার এসআই রবিউল গতকাল সোমবার সকালে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। তাদেরকে পুলিশ গতকাল দুপুরে আদালতে প্রেরণ করেন।