দামুড়হুদার জগন্নাথপুরে পাষণ্ড স্বামী কর্তৃক গৃহবধূ নির্মম নির্যাতনের শিকার

 

এক সন্তানের জননী স্বপ্না ৩ দিন ধরে নিখোঁজ?

আটকবর প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামে স্বামীর নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে চার বছর বয়সী শিশুকন্যাকে রেখে গত শনিবার বিকেল থেকে নিখোঁজ রয়েছে। স্বামীর নির্মম নির্যাতনের শিকার ওই গৃহবধূ ৩ দিন ধরে নিখোঁজ থাকলেও তাকে কোথাও খোঁজার চেষ্টাটিও করেনি তার পাষণ্ড স্বামী ও পরিবারের লোকজন। এ পর্যন্ত কোনো খবরও দেয়া হয়নি ওই গৃহবধূর পিতার বাড়িতে।

জানাগেছে, দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের শ্রী কার্তিক কর্ম্মকারের ছোট ছেলে শ্রী গৌতম কর্ম্মকারের সাথে দশ বছর আগে ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামের শ্রী গোবিন্দর কন্যা শ্রীমতি স্বপ্না রাণীর বিয়ে হয়। বিগত দশ বছর নানামুখি নির্যাতনের মধ্য দিয়ে ঘর সংসার করে আসছে বলে প্রতিবেশী সূত্রে জানা গেছে। নির্যাতনের খবর পেয়ে মেয়ের বাবা মেয়েকে নিয়ে যেতে আসে। কিন্তু ছেলের পরিবার তাতে সম্মত না হওয়ায় মেয়ের পিতাকে ফিরে যেতে হয়। মেয়ের পিতা চলে যাওয়ার পরের দিন গত শনিবার আবার ওই গৃহবধূর ওপর শুরু হয় শারীরিক নির্যাতন। পাষণ্ড স্বামীর নির্মম নির্যাতনে গৃহবধূ স্বপ্না রানী অসুস্থ হয়ে পড়লে গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা দেয়া হয়। তারপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাংবাদিক ওই গৃহবধূর পিতার মোবাইল নম্বর জানতে চাইলে তাতে অস্বীকৃতি জানায় ছেলের পরিবার।