শৈলকুপায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

 

 

ঝিনাইদহপ্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে সাথী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার স্বামী শামসুদ্দিন।স্থানীয়রাজানান, গতকালরোববার সন্ধ্যা ৬টার দিকে শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানেঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় ধলহরাচন্দ্র গ্রামে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেনকৃষক শামসুদ্দিন ও তার স্ত্রী সাথী খাতুন। হঠাত বজ্রপাতে তার স্ত্রী সাথীঘটনাস্থলেই মারা যান। এসময় তার স্বামী শামসুদ্দিন গুরুতর আহত হন। তাকেশৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলেজানিয়েছেন হাসপাতালের চিকিৎসক খন্দকার বাবর।