মাথাভাঙ্গা মনিটর:ভারতের উত্তর প্রদেশের বেরিলি জেলার বাহেড়ি মহাসড়কে নিজের গাড়িতে নিখোঁজ বিজেপি নেতা রাকেশ রাস্তোগির মৃতদেহ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় পেছনে হাত বাঁধা অবস্থায় মৃতদেহটি পাওয়া যায় বলে জানিয়েছে।উত্তরখাণ্ড রাজ্যের কিচ্চা‘র বাসিন্দা রাস্তোগি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।রাস্তোগির দেহে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন আছে বলে জানা গেছে।তিনি উত্তরখাণ্ডের বিভাগীয় পর্যায়ের নেতা এবং উত্তরখাণ্ড বিজেপি দপ্তরের নির্বাহী ছিলেন।