মাথাভাঙ্গা মনিটর: দু দিনের এক রাষ্ট্রিয় সফরে ভারতের প্রধানমন্ত্রীনরেন্দ্রে মোদি ভুটানে পৌঁছেছেন। ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ারপর এটিই মোদির প্রথম বিদেশ সফর।গতকাল রোববার ভুটানের রাজধানী থিম্পুতে পৌঁছানো মোদির সফর সঙ্গীদের মধ্যে ভারতীয়পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবংপররাষ্ট্র সচিব সুজাতা সিং রয়েছেন।সফরের প্রথমদিনে ভুটানের রাজাজিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক’র সাথে দেখা করবেন ভারতীয় প্রধানমন্ত্রী।এছাড়া ভুটানি প্রধানমন্ত্রী শেরিং টোবগে’র সাথে বৈঠক করবেন। গত সোমবার ভুটানি পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে তার ভাষণ দেয়ার কথা রয়েছে।