স্টাফ রিপোর্টার: কালশীরঘটনায় গতকাল রোববার সাতজনের নাম উল্লেখ করে ৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যেপুলিশ বাদী হয়ে ২টি মামলা করেছে। সাধারণ জনগণ বাদী হয়ে ৪টি মামলা করেছে।হত্যা, ভাঙচুর, বিশেষ ক্ষমতা আইন, অগ্নি সংযোগ ও পুলিশের কাজে বাঁধা দেয়ারঅভিযোগে মামলাগুলো করা হয়। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবীথানার ডিউটি অফিসার এসআই মুনিরা।হামলার ঘটনায় ৭জনকে গ্রেফতার করেছেপুলিশ।ঘটনা তদন্তে পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের নেতৃত্বে তিনসদস্যের কমিটি গঠন করেছে। গতকাল রোববার সিআইডির একটি প্রতিনিধিদল ঘটনাস্থলপরিদর্শন করে আলামত সংগ্রহ করে।একইসাথে রোববার নিহতদের বিচারের দাবিতেদিনভর বিক্ষোভ করেছে বিহারীরা। গত শনিবার সকালে আতশবাজিফোটানোকে কেন্দ্র করে কালশী এলাকায় এলাকাবাসী-পুলিশ-বিহারীদের সংঘর্ষ হয়।এতে শিশুসহ ১০ জন নিহত হয়।