গোলায় ইউক্রেইনীয় সামরিক বিমান বিধ্বস্ত :৪৯ সেনা নিহত
মাথাভাঙ্গা মনিটর:রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গোলায় ইউক্রেইনীয় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৪৯ জন সেনা নিহত হয়েছেন।ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক শহরে এ ঘটনা ঘটে বলে গত শনিবার একজনসেনা মুখপাত্র জানিয়েছেন।রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম কেন্দ্র বলেলুহানস্ক পরিচিত।ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতেবলা হয়, ১৩-১৪ জুন রাতে সন্ত্রাসীরা বিমানবিধ্বংসী অস্ত্র ও ভারী মেশিনগান দিয়েগুলি ছুঁড়ে আইএল-৭৬ সামরিক পরিবহন বিমানটিকে ভূপাতিত করে। এ সময় বিমানটি অবতরণকরছিলো।বিবৃতিতে নিহতের কোনো সংখ্যা উল্লেখ না করলেও পরবর্তী সময়ে সেনামুখপাত্র ভ্লাদিস্লভ সেলেজানিয়োভ টেলিফোনে ৪৯ জন নিহত হয়েছেন বলেজানান।