খবর:(দর্শনায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত : পাঠানপাড়ার রাজন গ্রেফতার)
এক বখাটের পুচকে মাজা
পথে ফোঁকে কোলকে গাঁজা
নিজেকে সে ভাবে রাজা
সমাজ করে ভাজা ভাজা।
ঘুরে বেড়ায় লোকের পিছে
ভালো থাকা পুরোই মিছে
জীবন নিয়ে জুয়া খেলে
এক বখাটে গেলো জেলে।
ফটকা ফাজিল বেকুব ছোঁড়া
ছেলে তো নয় বদের গোড়া
আপদ গাড়ল কপাল পোড়া
দুই পা থেকেও মস্ত খোঁড়া।
-আহাদ আলী মোল্লা