চুয়াডাঙ্গা ডিবিপুলিশের হাতে গাঁজাসহ কাশেম গ্রেফতার

 

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ার আবুলকাশেমেকে গাঁজাসহ চুয়াডাঙ্গা ডিবি পুলিশ গ্রেফতার করেছে।চুয়াডাঙ্গা ডিবিপুলিশের এসআই ইব্রাহীম গতকাল শনিবার বেলা ১২টার দিকে মাদকবিরোধী অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের মাদকের ঘাটি আকন্দবাড়িয়ায়। এসময় গ্রামের ভিকু মণ্ডলের ছেলে গাঁজা বিক্রেতা আবুল কাশেমকে (৪০) তার বাড়ি থেকে ৭২ পুরিয়া গাঁজাসহ পুলিশ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কাশেমকে গতকালই আদালতে সোপর্দ করেছে পুলিশ।