আলমডাঙ্গা ব্যুরো: দৈনিক আকাশ খবর পত্রিকার উথলি প্রতিনিধি রাসেল আহম্মেদ মুন্নার ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আলমডাঙ্গর দু’প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হামিদুল ইসলাম আজম,অপর অংশের সভাপতি শাহ আলম মন্টু,সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সাগর, অপর অংশের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,সাংবাদিক আতিয়ার রহমান মুকুল,এম হাফিজ,প্রশান্ত বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মণ্ডল,কেএ মান্নান, অনিক সাইফুল, এমএ কুদ্দুস,মানোয়ার হোসেন, হেলাল মাহমুদ,মুর্শিদকলিন,জাকির হোসেন,শরিফুল ইসলাম,সোহেল মাহমুদ,সাইফুল ইসলাম উলু, জামিরুল ইসলাম,মামুন প্রমুখ।
উল্লেখ্য,গত শুক্রবার রাতে রাসেল আহম্মেদ মুন্না বাড়ি থেকে নামাজ পড়ার উদ্দেশেমসজিদে যাবার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে।