আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গার ডাউকি ইউনিয়ন যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নাজমুল ইসলাম বুলবুলকে সভাপতি,রাজু আহম্মেদকে সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলাম টুটুলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট ডাউকি ইউনিয়নআওয়ামী যুবলীগের কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু। রাজু আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যরাখেন জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু। এর আগে সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ। উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শাহিন রেজা ও সাজ্জাদুল ইসলাম স্বপনের উপস্থাপনায় বক্তব্যরাখেন জেলা যুবলীগ নেতা আব্দুল কাদের,সিরাজুল ইসলাম আসমান,সুমন,আব্দুর রশিদ,পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার,যুবলীগ নেতা ডিটু, অ্যাড. মোখলেছুররহমান,মিজানুল রহমান,পিন্টু,ফারুক হোসেন,কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাত,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাল উদ্দিন,পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার,ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক,ইকলুস,টুটুল,জাইদুল প্রমুখ।