মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপেরবৃষ্টিভেজা দ্বিতীয় ম্যাচে এক গোলে ক্যামেরুনকে হারিয়েছে মেক্সিকো।একমাত্র গোলটি করেন পেরাল্টা। খেলার ৬১ মিনিটে জিওভান্নি দস সান্তোসেরজোরালো শট ক্যামেরুনের গোলরক্ষক ইতানজিডি আটকে দিলেও ছুটে এসে ফিরতি বলটিকেক্যামেরুনের জালে পৌঁছে দেন পেরাল্টা।মেক্সিকোর তারকা স্ট্রাইকারহাভিয়ের হার্নান্দেজকে সাইড বেঞ্চে বসিয়ে পেরাল্টাকে মাঠে নামান মেক্সিকোকোচ মিগুয়েল হেরেইরা। আর এ সিদ্ধান্তের সমুচিত প্রতিদান দেন পেরাল্টা দলকেজয় এনে দিয়ে। তার একমাত্র গোলেই কাঙ্ক্ষিত জয় পায় মেক্সিকো।খেলার প্রায়পুরোটা সময় বল পজেশন ধরে রেখে খেলায় নিয়ন্ত্রণ রাখা মেক্সিকোকে গোলের জন্যঅপেক্ষা করতে হয় ৬১ মিনিট পর্যন্ত। যদিও প্রথমার্ধেই দু বার ক্যামেরুনেরজালে বল জড়ান মেক্সিকোর প্লেমেকার দস সান্তোস,তবে তা অফসাইডের খাড়ায় পড়েবাতিল হয়। অন্যদিকে ক্যামেরুনেরও একটি গোল বাতিল করেন লাইন্সম্যান।একগোল হজম করা পর ক্যামেরুন খেলায় ফেরা চেষ্টা করেও ব্যর্থ হয়। ৮৬ মিনিটেমৌকান্ডজোকে কড়া ট্যাকলে ক্যামেরুনের আক্রমণ নস্যাৎ করেন রড্রিগেজ। এরপর ৯০মিনিটে মৌকান্ডজোর জোরালো হেডও প্রতিহত করেন মেক্সিকোর ওচোয়া। ১ গোলে জয়পেল মেক্সিকো।