নির্দেশ পেলে ইরাকে ২৪ ঘণ্টার মধ্যে মার্কিন হামলা

 

মাথাভাঙ্গা মনিটর: কথিতইসলামিক স্টেব অব ইরাক অ্যান্ড দ্যা লিভ্যান্ট বা আইএসআইএল সন্ত্রাসীদেরবিরুদ্ধে বিমান হামলার জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর অবস্থানঠিক করা হয়েছে। এখন নির্দেশ পেলে ২৪ ঘণ্টার নোটিশে তারা ইরাকে আইএসআইএলসন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করতে পারে। গত শুক্রবার এ কথা বলেছেন কয়েকজন সাবেক মার্কিন সামরিককর্মকর্তা। তারা বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী এরইমধ্যে পজিশননিয়েছে এবং নির্দেশ দিলে মোটামুটি কোনো রকম দেরি না করে হামলা শুরু করতেপারবে।মার্কিন বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের সাবেক ফার্স্ট ডেপুটিচিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ডেপটুলা বলেছেন, “যদি সঠিকভাবেগোয়েন্দা তথ্য সরবরাহ করা হয় তাহলে মার্কিন সেনারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাশুরু করতে পারে।” খবর বের হয়েছে, পেন্টাগনের নির্দেশে মার্কিনবিমানবাহীর যুদ্ধজাহাজ জর্জ এইচডাব্লিউ বুশকে পারস্য উপসাগরে নেয়া হচ্ছে।জাহাজটিতে কয়েক ডজন জঙ্গিবিমান রয়েছে। এছাড়া, ইরাকের কাছে আরো কয়েকটিমার্কিন ঘাঁটিতে রয়েছে কয়েক ডজন জঙ্গিবিমান ও বোমারু বিমান।