জেহালা ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত : মঈন সভাপতি শিলন সাধারণ সম্পাদক

 

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন যুবলীগের সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়। এ সম্মেলন থেকে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রনজু ও যুগ্মআহ্বায়ক আশাদুজ্জামান কবির। মঈন আহম্মেদকে সভাপতি, মখলেছুর রহমান শিলনকে সাধারণ সম্পাদক ও হারুন অর রশীদ বকুলকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষণা দেয়া হয়েছে।

মুন্সিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি শ্রী বাপন কুমার হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন, জেলা আওয়ামী লীগের সদস্য কাজী অরুন, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল ইসলাম, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দীন, আব্দুল হান্নান ও মতিয়ার রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রনজু। বিশেষ বক্তা ছিলেন যুগ্মআহ্বায়ক আশাদুজ্জামান কবির। বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা আব্দুল কাদের, আসমান আলী, রাশেদুজ্জামান বাকী, শামীম আহমেদ, সুমন, শাহাবুদ্দীন রুবেল, তারিকুল হক, নুরুজ্জামান টুটুল, হযরত আলী, হাফিজুর রহমান, মিলু, হকি, গোলাম মোস্তফা লালা, আব্দুর রশিদ, মাসুম প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা শাহীন রেজা, সাজ্জাতুল ইসলাম স্বপন, গাফরার, সোনাহার, ফারুক, ডিটু, পিন্টু, শাহীন, রিফাত, নয়ন, তপন ও চুয়াডাঙ্গার কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক।