জীবননগরে প্রজেক্টরে ফুটবল দেখাআর ভুরিভোজের আয়োজন!

 

জীবননগর ব্যুরো: বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত এ উপজেলাবাসী। শিশু ও তরুণ-যুবকদের পাশাপাশি মাতোয়ারা বয়স্করাও। নারীরাও পিছিয়ে নেই এ জ্বর থেকে। উদ্বোধনী খেলা বন্ধু-বান্ধব মিলে একসাথে বসে উপভোগ করতে মার্কেট, সুপার মার্কেট ও রাস্তার মোড়সহ গ্রাম-গঞ্জে রাতে বসানো হবে প্রজেক্টর।এর পাশাপাশি রাতভর জেগে খেলা দেখতে চলছে ভুরিভোজেরও আয়োজন। প্রিয়দলের জাতীয় পতাকায় ছেয়ে গেছে বাড়ির ছাদ,ব্যবসা প্রতিষ্ঠান, মোবাইল টাউয়ার,গাছ-গাছালির মগডালসহ যানবাহন। সেই সাথে গায়ে শোভা পাচ্ছে ফেভারিট দলের জার্সিও। শহরের মুন্সী মার্কেটে অবস্থিত মুন্সী মটরর্সের স্বত্বাধিকারী মুন্সী খোকন জানান, মার্কেটের সামনে প্রজক্টরের সাহায্যে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। পাশাপাশি রাতভর খাওয়া-দাওয়ার আয়োজনও করা হয়েছে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকির তার পছন্দের দল আর্জেন্টিনা। মধ্যরাতে স্বামীকে জাগিয়ে নিয়ে উদ্বোধনী খেলা দেখবেন আর এর ফাঁকে ফাঁকে চা বানিয়ে দুজন খাবেন বলে জানান।