ইরাকের পাশে দাঁড়াবে ইরান

 

মাথাভাঙ্গা মনিটর: ইরাকেরবিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্টহাসান রুহানি। দেশটি তার প্রতিবেশী ইরাকের পাশে দাঁড়ানোর ব্যাপারেসিদ্ধান্ত নিতে যাচ্ছে।রাষ্ট্রীয় টেলিভশনে দেয়া ভাষণে ইরাকেরবিশৃঙ্খলাকারীদের অসভ্য-বর্বর চরমপন্থী সন্ত্রাসীদের সংগঠন বলে অভিহিতকরেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।তবে তাদের বিরুদ্ধে কী ধরণেরপদক্ষেপ নেবে ইরান এ সম্পর্কে তিনি কিছুই বলেননি। তিনি বলেন, ইরানেরসর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে এ নিয়ে দ্রুত একটি বৈঠক অনুষ্ঠিত হবে।ইরানেরযে কোনো পররাষ্ট্র বিষয়ক সিদ্ধান্ত দেশটির সর্বোচ্চ পরিষদে আলোচনারমাধ্যমেই নেয়া হয়। আর ইরাকে সেনা সহযোগিতা করা হবে কী না সে ব্যাপারেওসিদ্ধান্ত নেবে নিরাপত্তা পরিষদ।এদিকে ইরানের আরব ও আফ্রিকা বিষয়কউপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ‘ইরাকেসন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা জোরালো সমর্থন দেব।